লূক 13:26 - বাংলা সমকালীন সংস্করণ26 “তখন তোমরা বলবে, ‘আমরা আপনার সঙ্গে খাওয়াদাওয়া করেছি, আমাদের পথে পথে আপনি শিক্ষা দিয়েছেন।’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 তখন তোমরা বলতে আরম্ভ করবে, আমরা আপনার সাক্ষাতে ভোজন পান করেছি এবং আমাদের পথে পথে আপনি উপদেশ দিয়েছেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)26 tokhon tômra bolite arombho koribe, ‘amra aponar ʃoŋge khawa dawa koriachi, ar amader ʃohorer rastay rastay aponi ʃikkha diachen.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তোমরা তখন বলবে, ‘আপনার সামনে আমরা খাওয়া-দাওয়া করেছি, আমাদের পথে পথে আপনি শিক্ষা দিয়েছেন।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 তখন তোমরা বলিতে আরম্ভ করিবে, আমরা আপনার সাক্ষাতে ভোজন পান করিয়াছি, এবং আমাদের পথে পথে আপনি উপদেশ দিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 তারপর তোমরা বলতে থাকবে, ‘আমরা আপনার সঙ্গে খাওয়া দাওয়া করেছি; আর আপনি তো আমাদের পথে পথে উপদেশ দিয়েছেন।’ অধ্যায় দেখুন |