লূক 12:29 - বাংলা সমকালীন সংস্করণ29 আর কী খাবার খাবে বা কী পান করবে, তা নিয়ে তোমাদের হৃদয়কে ব্যাকুল কোরো না; এজন্য তোমরা দুশ্চিন্তা কোরো না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 আর, কি ভোজন করবে, কি পান করবে, এই বিষয়ে তোমরা সচেষ্ট হয়ো না এবং উদ্ধিগ্ন হয়ো না; অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)29 tai boli, tômraô ‘ki khaibo, ki pan koribo?’ bolia ar tahar jonno bæsto hoio na, ba monṭake concol hoite dio na. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 তাই অন্নবস্ত্র সম্বন্ধে চিন্তা করে মনকে উতলা করো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 আর, কি ভোজন করিবে, কি পান করিবে, এ বিষয়ে তোমরা সচেষ্ট হইও না, এবং সন্দিগ্ধচিত্ত হইও না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 “আর কি খাবে বা কি পান করবে এ নিয়ে তোমরা চিন্তা করো না, এর জন্য উদ্বিগ্ন হওয়ার কোন দরকার নেই। অধ্যায় দেখুন |