লূক 12:22 - বাংলা সমকালীন সংস্করণ22 এরপর যীশু তাঁর শিষ্যদের বললেন, “এই কারণে আমি তোমাদের বলছি, তোমাদের জীবনের বিষয়ে দুশ্চিন্তা কোরো না, তোমরা কী খাবে; বা শরীরের বিষয়ে, কী পোশাক পড়বে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে তিনি তাঁর সাহাবীদেরকে বললেন, এই জন্য আমি তোমাদেরকে বলছি, ‘কি ভোজন করবো’ বলে প্রাণের বিষয়ে, কিংবা ‘কি পরবো’ বলে শরীরের বিষয়ে চিন্তিত হয়ো না। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)22 tar por tini aponar ʃiʃʃodigoke bolilen, “ei jonno ami tômadigoke boli, ‘ki khaibo,’ bolia praner jonno, kimba, ‘ki poribo,’ bolia ʃorirer jonno bhabona korio na. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 যীশু তাঁর শিষ্যদের আবার বললেন, সেইজন্যে তোমাদের আমি বলছি যে, কি খেয়ে জীবন ধারণ করবে অথবা শরীরের পোষাক পরিচ্ছদ কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে তিনি আপন শিষ্যগণকে কহিলেন, এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, ‘কি ভোজন করিব’ বলিয়া প্রাণের বিষয়ে, কিম্বা ‘কি পরিব’ বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 এরপর যীশু তাঁর অনুগামীদের বললেন, “তাই আমি তোমাদের বলছি, কি খাব বলে প্রাণের বিষয়ে বা কি পরব বলে শরীরের বিষয়ে চিন্তা করো না। অধ্যায় দেখুন |