লূক 11:49 - বাংলা সমকালীন সংস্করণ49 এজন্য ঈশ্বর তাঁর প্রজ্ঞায় বলেন, ‘আমি তাদের কাছে ভাববাদীদের ও প্রেরিতশিষ্যদের পাঠাব; তাদের কয়েকজনকে তারা হত্যা করবে এবং অন্যদের নিপীড়ন করবে।’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস49 এই কারণ আল্লাহ্র প্রজ্ঞাও বললেন, আমি তাদের কাছে নবী ও প্রেরিতদেরকে প্রেরণ করবো, আর তাদের মধ্য থেকে তারা কাউকে কাউকে খুন করবে ও নির্যাতন করবে, অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)49 ei jonno iʃʃorer ‘gæ̃nô’ bolilen, ‘ami tahader kache banibadi ar preritdigoke paṭhaibo; ar tãhader moddhe tahara kahake kahake maria phelibe ar kaharô kaharô upor ba upoddrob koribe; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)49 এই জন্য ঈশ্বর তাঁর প্রজ্ঞা দ্বারা ব্যক্ত করেছেন, আমি তাদের কাছে নবী ও প্রেরিত পুরুষদের পাঠাব। এঁদের মধ্যে কাউকে তারা করবে হত্যা, কাউকে করবে নির্যাতন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)49 এই কারণ ঈশ্বরের প্রজ্ঞাও কহিলেন, আমি তাহাদের নিকটে ভাববাদী ও প্রেরিতদিগকে প্রেরণ করিব, আর তাহাদিগের মধ্যে তাহারা কাহাকে কাহাকেও বধ করিবে, ও তাড়না করিবে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল49 এই কারণেই ঈশ্বরের প্রজ্ঞা বলছে, ‘আমি তাদের কাছে যে ভাববাদী ও প্রেরিতদের পাঠাবো, তাদের মধ্যে কাউকে কাউকে তারা হত্যা করবে, কাউকে বা নির্যাতন করবে।’ অধ্যায় দেখুন |