লূক 11:41 - বাংলা সমকালীন সংস্করণ41 কিন্তু পাত্রের ভিতরে যা আছে, তা দরিদ্রদের বিলিয়ে দাও, দেখবে, তোমাদের কাছে সবকিছুই শুচিশুদ্ধ হয়ে উঠবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 বরং ভিতরে যা যা আছে, তা দান কর, আর দেখ, তোমাদের পক্ষে সকলই পাক-পবিত্র। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)41 ja' houk; pattroṭar bhitore jaha ache, taha bhikharidigoke bilaia dao, taha hoile dekhibe tômader ʃobi ʃaph hoibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 বরং ভেতরে যা আছে, ভিক্ষারূপে তা দান কর, দেখবে তাতে তোমার সব কিছুই শুচি হয়ে গেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 বরং ভিতরে যাহা যাহা আছে, তাহা দান কর, আর দেখ, তোমাদের পক্ষে সকলই শুচি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 তাই তোমাদের থালা বাটির ভেতরে যা কিছু আছে তা দরিদ্রদের বিলিয়ে দাও, তাহলে সবকিছুই তোমাদের কাছে সম্পূর্ণ শুচি হয়ে যাবে। অধ্যায় দেখুন |