লূক 11:35 - বাংলা সমকালীন সংস্করণ35 সেই কারণে দেখো, তোমার মধ্যে যে আলো রয়েছে বলে তুমি মনে করছ, তা আসলে অন্ধকার যেন না হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 অতএব দেখো, তোমার অন্তরে যে আলো আছে, তা অন্ধকার কি না। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)35 tai boli, dækho, tômar bhitore je alôṭi ache, ʃeṭi ãdhar noy to? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 সুতরাং সাবধান থেক, যেন তোমার অন্তরের আলো আঁধারে ঢেকে না যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 অতএব দেখিও, তোমার অন্তরে যে দীপ্তি আছে, তাহা অন্ধকার কি না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 তাই সাবধান, তোমার মধ্যে যে আলো আছে তা যেন অন্ধকার না হয়। অধ্যায় দেখুন |