লূক 10:6 - বাংলা সমকালীন সংস্করণ6 সেখানে কোনো শান্তিপ্রিয় মানুষ থাকলে, তোমাদের শান্তি তার উপর বিরাজ করবে, না থাকলে তোমাদের কাছেই তা ফিরে আসবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর সেখানে যদি শান্তির লোক থাকে, তবে তোমাদের শান্তি তার উপরে অবস্থিতি করবে, নতুবা তা তোমাদের প্রতি ফিরে আসবে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)6 jodi ʃei aʃirbad paibar upojukto keho ʃekhane thake, tômader ‘ʃanti’ tahar upore thakia jaibe, notuba tômaderi kache phiria aʃibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 যদি সেখানে কোন শান্তিপ্রিয় ব্যক্তি থাকেন তাহলে তোমাদের শান্তি তাদের উপর বর্তাবে, নতুবা সেই শান্তি তোমাদের কাছেই ফিরে আসবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর তথায় যদি শান্তির সন্তান থাকে, তবে তোমাদের শান্তি তাহার উপরে অবস্থিতি করিবে, নতুবা তোমাদের প্রতি ফিরিয়া আসিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 সেখানে যদি শান্তির পাত্র কেউ থাকে, তবে তোমাদের শান্তি তার সহবর্তী হবে। কিন্তু যদি সেরকম কেউ না থাকে, তাহলে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসবে। অধ্যায় দেখুন |