লূক 10:39 - বাংলা সমকালীন সংস্করণ39 মরিয়ম নামে তাঁর এক বোন ছিলেন। প্রভুর মুখের বাক্য শোনার জন্য তিনি তাঁর পায়ের কাছে বসলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 মরিয়ম নামে তাঁর একটি বোন ছিলেন, তিনি প্রভুর পায়ের কাছে বসে তাঁর কথা শুনতে লাগলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)39 moriom bolia tahar æk bôn chilo; ʃe to probhur paer kache boʃia tãhar kotha ʃunite lagilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 তাঁর একটি বোন ছিল, তার নাম মরিয়ম। সে প্রভুর পায়ের কাছে বসে তাঁর কথা শুনছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 মরিয়ম নামে তাঁহার একটী ভগিনী ছিলেন, তিনি প্রভুর চরণের নিকটে বসিয়া তাঁহার বাক্য শুনিতে লাগিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 মরিয়ম নামে তাঁর একটি বোন ছিল, তিনি যীশুর পায়ের কাছে বসে তাঁর শিক্ষা শুনছিলেন। অধ্যায় দেখুন |