লূক 10:37 - বাংলা সমকালীন সংস্করণ37 সেই শাস্ত্রবিদ উত্তর দিল, “লোকটির প্রতি যে করুণা দেখিয়েছিল, সেই।” যীশু তাকে বললেন, “যাও, ফিরে গিয়ে তুমিও সেরকম করো।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 সে বললো, যে ব্যক্তি তার প্রতি করুণা করলো, সেই। তখন ঈসা তাকে বললেন, যাও, তুমিও সেরকম কর। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)37 ʃe bolilo, “je tahar upor doyar kaj korilo, ʃei.” jiʃu tahake bolilen, “jao, tumiô tæmoni koro ge.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 সে বলল, যে তার ওপর দয়া করল সে-ই। যীশু বললেন, যাও তুমিও তাই কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 সে কহিল, যে ব্যক্তি তাহার প্রতি দয়া করিল, সেই। তখন যীশু তাহাকে কহিলেন, যাও, তুমিও সেইরূপ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 সে বলল, “যে লোকটি তার প্রতি দয়া করল।” তখন যীশু তাকে বললেন, “সে যেমন করল, যাও তুমি গিয়ে তেমন কর।” অধ্যায় দেখুন |