লূক 1:76 - বাংলা সমকালীন সংস্করণ76 “আর তুমি, আমার শিশুসন্তান, তুমি পরাৎপরের ভাববাদী বলে আখ্যাত হবে, কারণ প্রভুর পথ প্রস্তুতির জন্য তুমি তাঁর অগ্রগামী হবে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস76 আর, হে বালক, তুমি সর্বশক্তিমানের নবী বলে আখ্যাত হবে, কারণ তুমি প্রভুর সম্মুখে চলবে, তাঁর পথ প্রস্তুত করার জন্য; অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)76 ar, ôhe balok! jini ʃokoler upor, tãhar nijukto æk banibadi bolia lôke tômake manibe; kænona tumi probhur poth toiar korite tãhar ʃamne age age jaibe; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)76 বৎস আমার, পরাৎপরের নবী রূপে আখ্যাত হবে তুমি, প্রভুর অগ্রগামী হয়ে তুমি প্রস্তুত করবে তাঁর পথ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)76 আর, হে বালক, তুমি পরাৎপরের ভাববাদী বলিয়া আখ্যাত হইবে, কারণ তুমি প্রভুর সম্মুখে চলিবে, তাঁহার পথ প্রস্তুত করিবার জন্য; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল76 “এখন হে বালক, তোমাকে বলা হবে পরমেশ্বরের ভাববাদী; কারণ তুমি প্রভুর পথ প্রস্তুত করবার জন্য তাঁর আগে আগে চলবে। অধ্যায় দেখুন |