লূক 1:74 - বাংলা সমকালীন সংস্করণ74 তিনি আমাদের সব শত্রুর হাত থেকে আমাদের নিস্তার করবেন, যেন নির্ভয়ে তাঁর সেবা করতে আমাদের সক্ষম করেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস74 আমাদেরকে এই বর দেবার জন্য যে আমরা দুশমনদের হাত থেকে নিস্তার পেয়ে, নির্ভয়ে পবিত্রভাবে ও ধার্মিকতায় তাঁর এবাদত করতে পারবো। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)74 je tini amadigoke ei doya koriben jæno, amader ʃottruder hat hoite uddhar paia, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)74 আমাদিগকে এই বর দিবার জন্য, যে আমরা শত্রুগণের হস্ত হইতে নিস্তার পাইয়া, নির্ভয়ে সাধুতায় ও ধার্ম্মিকতায় তাঁহার আরাধনা করিতে পারিব, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল74 শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করার প্রতিশ্রুতি যেন আমরা নির্ভয়ে তাঁর সেবা করতে পারি: অধ্যায় দেখুন |