লূক 1:63 - বাংলা সমকালীন সংস্করণ63 তিনি একটি লিপিফলক চেয়ে নিলেন এবং সবাইকে অবাক করে দিয়ে লিখলেন, “ওর নাম যোহন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস63 তিনি একখানি লিপিফলক চেয়ে নিয়ে লিখলেন, এর নাম ইয়াহিয়া। তাতে সকলে আশ্চর্য জ্ঞান করলো। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)63 tini ækkhani likhibar tokti cahia loia ei kotha likhilen, “ihar nam hoibe jôhon.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)63 তিনি একটি লিপিফলক চেয়ে নিয়ে লিখলেন, এর নাম যোহন। এতে সকলে অবাক হয়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)63 তিনি একখান লিপিফলক চাহিয়া লইয়া লিখিলেন, ইহার নাম যোহন। তাহাতে সকলে আশ্চর্য্য জ্ঞান করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল63 সখরিয় ইশারা করে লেখার ফলক চেয়ে নিলেন ও তাতে লিখলেন, “ওর নাম যোহন।” এতে তাঁরা সকলে আশ্চর্য হয়ে গেলেন, অধ্যায় দেখুন |