রোমীয় 7:15 - বাংলা সমকালীন সংস্করণ15 আমি যা করি, তা আমি বুঝি না, কারণ আমি যা করতে চাই, তা আমি করি না, কিন্তু যা আমি ঘৃণা করি, আমি তাই করি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 কারণ আমি যে কি করি তা নিজেই বুঝি না; কেননা আমি যা ইচ্ছা করি, তা-ই যে কাজে করি, এমন নয়, বরং যা ঘৃণা করি, তা-ই করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 আমার কর্মের তাৎপর্য আমি নিজে বুঝি না, কারণ আমি যা করতে চাই, তা করতে পারি না, আমার কাছে যা ঘৃণ্য তা-ই আমি করে থাকি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 কারণ আমি যাহা সাধন করি, তাহা জানি না; কেননা আমি যাহা ইচ্ছা করি, তাহাই যে কাজে করি, এমন নয়, বরং যাহা ঘৃণা করি, তাহাই করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 কি করছি তাই আমি জানি না কারণ আমি যা করতে চাই তা করি না বরং যে মন্দ জিনিস আমি ঘৃণা করি তাই করি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 কারণ আমি যা প্রকৃত বুঝি না তাই আমি করি। কারণ আমি যা করতে চাই তাই আমি করি না, বরং আমি যা ঘৃণা করি, সেটাই করে থাকি। অধ্যায় দেখুন |