রোমীয় 2:18 - বাংলা সমকালীন সংস্করণ18 যদি তুমি তাঁর ইচ্ছা জেনে থাকো এবং যেহেতু বিধানের দ্বারা নির্দেশিত হয়েছ, তাই যা কিছু উৎকৃষ্ট, সেগুলির অনুমোদন করে থাকো; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 শরীয়ত থেকে শিক্ষা লাভ করাতে তাঁর ইচ্ছা জানে এবং যা যা শ্রেয় সেই সবের অনুমোদন করে থাক, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তাঁর ইচ্ছা তুমি জান এবং যা ভাল তা বেছে নেবার শিক্ষা তুমি বিধান থেকেই পেয়েছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 এবং যাহা যাহা ভিন্ন, সেই সকলের পরীক্ষা করিয়া থাক, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তুমি জান যে ঈশ্বর তোমার কাছ থেকে কোন্ কাজ আশা করেন; আর কোন্টা গুরুত্বপূর্ণ তাও তুমি জান, কারণ তুমি বিধি-ব্যবস্থা শিক্ষা করেছ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 তাঁর ইচ্ছা জানো এবং যেগুলি ভিন্ন এবং যা আইন কানুনে নির্দেশ দেওয়া আছে সেই সব পরীক্ষা করে দেখো। অধ্যায় দেখুন |