রোমীয় 11:29 - বাংলা সমকালীন সংস্করণ29 কারণ ঈশ্বরের অনুগ্রহ-দানসকল ও তাঁর আহ্বান তিনি কখনও প্রত্যাহার করেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 কেননা আল্লাহ্ তাঁর দানগুলো সম্বন্ধে ও তাঁর আহ্বান সম্বন্ধে মন পরিবর্তন করেন না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 কারণ তিনি কখনও তাঁর আশীর্বাদ ও মনোনয়ন প্রত্যাহার করেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 কেননা ঈশ্বরের অনুগ্রহদান সকল ও তাঁহার আহ্বান অনুশোচনা-রহিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 ঈশ্বর কাউকে আহ্বান জানিয়ে ও দান করে অনুশোচনা করেন না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 কারণ ঈশ্বরের অনুগ্রহ দান ও ঈশ্বরের ডাক অপরিবর্তনীয়। অধ্যায় দেখুন |