রূতের বিবরণ 4:16 - বাংলা সমকালীন সংস্করণ16 এরপর নয়মী ছেলেটিকে বুকে জড়িয়ে ধরল এবং তার যত্ন নিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তখন নয়মী বালকটিকে নিয়ে নিজের কোলে রাখল ও তার ধাত্রী হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 নয়মী শিশুটিকে কোলে তুলে নিলেন। তার দেখাশোনা করতে লাগলেন ও সেবাযত্নের ভার নিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তখন নয়মী বালকটীকে লইয়া নিজের কোলে রাখিল, ও তাহার ধাত্রী হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 নয়মী ছেলেকে কোলে তুলে নিলো এবং তাকে আদর-যত্ন করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তখন নয়মী বালকটিকে নিয়ে নিজের কোলে রাখল ও তার অভিভাবক হল। অধ্যায় দেখুন |