যোয়েল 2:28 - বাংলা সমকালীন সংস্করণ28 “আর তারপর, আমি সমস্ত মানুষের উপরে আমার আত্মা ঢেলে দেব। তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে, তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 আর তারপর এরকম ঘটবে, আমি সকল মানুষের উপরে আমার রূহ্ সেচন করবো, তাতে তোমাদের পুত্রকন্যাদের ভবিষ্যদ্বাণী বলবে তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 আগামী দিনে আমি প্রতিটি মানুষের উপর আমার আত্মা বর্ষণ করব, তোমাদের পুত্রকন্যারা ভাবোক্তি করবে, তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে, আর তরুণেরা লাভ করবে দিব্যদর্শন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি মর্ত্ত্যমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রকন্যাগণ ভাববাণী বলিবে তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 “এখন থেকে আমি আমার আত্মা সবার মধ্যে ঢেলে দেব। এর ফলে তোমাদের ছেলেমেয়েরা ভাববাণী বলবে। বয়স্ক লোকরা স্বপ্ন দেখবে আর তোমাদের কনিষ্ঠরা দর্শন পাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 তারপরে আমি এইরকম ঘটাব, আমার আত্মা সমস্ত প্রাণীদের উপরে ঢেলে দেব৷ এবং তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে, তোমাদের বয়ষ্ক লোকেরা স্বপ্ন দেখবে ও তোমাদের যুবকেরা দর্শন পাবে৷ অধ্যায় দেখুন |