যোহন 8:26 - বাংলা সমকালীন সংস্করণ26 তোমাদের বিষয়ে বিচার করে আমার অনেক কিছু বলার আছে। কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি সত্য। তাঁর কাছ থেকে আমি যা শুনেছি, জগৎকে সেকথাই বলি।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 তোমাদের বিষয়ে বলবার ও বিচার করার অনেক কথা আছে; যা হোক, যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি সত্য এবং আমি তাঁর কাছে যা যা শুনেছি, তা-ই দুনিয়াকে বলছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তোমাদের সম্বন্ধে আমার বলার ও বিচার করার অনেক কিছুই আছে। কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তিনি সত্য। তাঁর কাছ থেকে আমি যা শুনেছি, তাই-ই জগতের সামনে প্রকাশ করছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 তোমাদের বিষয়ে বলিবার ও বিচার করিবার অনেক কথা আমার আছে; যাহা হউক, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি সত্য, এবং আমি তাঁহার নিকটে যাহা যাহা শুনিয়াছি, তাহাই জগৎকে বলিতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 তোমাদের বিষয়ে বলার ও বিচার করার অনেক কিছুই আমার আছে। যা হোক্, যিনি আমায় পাঠিয়েছেন তিনি সত্য। আর আমি তাঁর কাছ থেকে যা কিছু শুনি, পৃথিবীর মানুষের কাছে তাই বলি।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 তোমাদের সম্পর্কে বলবার ও বিচার করবার জন্য আমার কাছে অনেক কথা আছে। যাহোক, যিনি আমাকে পাঠিয়েছেন তিনি সত্য এবং আমি তাঁর কাছ থেকে যে সব শুনেছি সেই সব আমি পৃথিবীর মানুষকে বলছি।” অধ্যায় দেখুন |