যোহন 6:18 - বাংলা সমকালীন সংস্করণ18 প্রবল বাতাস বইছিল এবং জলরাশি উত্তাল হয়ে উঠেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর খুব জোরে বাতাস বইছিল বলে সাগরে বড় বড় ঢেউ উঠছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 প্রচণ্ড গতিতে তখন বাতাস বইছিল, সমুদ্রের অবস্থা ক্রমেই ভয়াল হয়ে উঠেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর প্রবল বায়ু প্রবাহিত হওয়ায় সমুদ্রে ঢেউ উঠিয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 আর খুব জোরে ঝোড়ো বাতাস বইছিল, ফলে হ্রদে বড় বড় ঢেউ উঠছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 সেই দিন ঝড় হচ্ছিল এবং সাগরে বড় বড় ঢেউ উঠছিল। অধ্যায় দেখুন |