যোহন 20:7 - বাংলা সমকালীন সংস্করণ7 এবং যীশুর মাথার চারপাশে যে সমাধিবস্ত্র জড়ানো ছিল, সেগুলি সেখানে পড়ে আছে। সমাধিবস্ত্রটি লিনেন কাপড় থেকে পৃথকভাবে গুটানো অবস্থায় রাখা ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর যে রুমালখানি তাঁর মাথার উপরে ছিল, তা সেই কাপড়ের সঙ্গে নেই, স্বতন্ত্র একটি স্থানে গুটিয়ে রাখা হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 যে রুমালখানা যীশুর মাথায় দেওয়া ছিল সেটি কিন্তু ঐ ফালিগুলোর সঙ্গে ছিল না, আলাদা এক জায়গায় জড়ান অবস্থায় রাখা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর যে রুমালখানি তাঁহার মস্তকের উপরে ছিল, তাহা সেই কাপড়ের সহিত নাই, স্বতন্ত্র এক স্থানে গুটাইয়া রাখা হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 আর কবর দেবার যে কাপড়টি দিয়ে যীশুর মুখ ও মাথা ঢাকা ছিল, সেটি ঐ মসীনার কাপড়ের সঙ্গে নেই, তা গোটানো অবস্থায় এক পাশে পড়ে আছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 এবং যে কাপড়টি তাঁর মাথার ওপরে ছিল। এটা সেই লিনেন কাপড়ের সঙ্গে ছিল না কিন্তু এক জায়গায় গুটিয়ে রাখা ছিল। অধ্যায় দেখুন |