যোহন 20:20 - বাংলা সমকালীন সংস্করণ20 একথা বলার পর তিনি তাঁর দু-হাত ও বুকের পাঁজর তাঁদের দেখালেন। প্রভুকে দেখে শিষ্যেরা আনন্দিত হয়ে উঠলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 এই বলে তিনি তাঁদেরকে তাঁর দুই হাত ও পাঁজর দেখালেন। অতএব প্রভুকে দেখতে পেয়ে সাহাবীরা আনন্দিত হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 তারপর তিনি নিজের হাত-পা আর পাঁজর তাঁদের দেখালেন। প্রভুকে দেখে শিষ্যদের মন আনন্দে ভরে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 ইহা বলিয়া তিনি তাঁহাদিগকে আপনার দুই হস্ত ও কুক্ষিদেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 একথা বলার পর তিনি তাঁদের তাঁর হাত ও পাঁজরের পাশটা দেখালেন। শিষ্যেরা প্রভুকে দেখতে পেয়ে খুবই আনন্দিত হলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 যখন তিনি এই বলেছিলেন, তিনি তাঁদের তাঁর দুই হাত এবং তাঁর পাঁজর দেখালেন। তারপর যখন শিষ্যরা প্রভুকে দেখতে পেয়েছিল, তারা আনন্দিত হয়েছিল। অধ্যায় দেখুন |