যিহোশূয় 9:22 - বাংলা সমকালীন সংস্করণ22 পরে যিহোশূয় গিবিয়োনীয়দের ডেকে পাঠালেন ও বললেন, “তোমরা কেন একথা বলে আমাদের সঙ্গে প্রতারণা করলে যে, ‘আমরা আপনাদের থেকে বহুদূরে বসবাস করি,’ প্রকৃতপক্ষে যখন তোমরা আমাদের কাছেই থাকো? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আর ইউসা তাদের ডেকে এনে বললেন, তোমরা তো আমাদেরই মধ্যে বাস করছো; তবে আমরা তোমাদের থেকে অতি দূরে থাকি, এই কথা বলে কেন আমাদের প্রবঞ্চনা করলে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 যিহোশূয় গিবিয়োনীদের ডাকিয়ে এনে বললেন, তোমরা আমাদের সঙ্গে এ ছলনা করলে কেন? তোমরা বলেছ যে তোমরা অনেক দূরে থাক, কিন্তু তোমরা তো আমাদের কাছাকাছিই বাস কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আর যিহোশূয় তাহাদিগকে ডাকাইয়া কহিলেন, তোমরা ত আমাদেরই মধ্যে বাস করিতেছ; তবে আমরা তোমাদের হইতে অতি দূরে থাকি, এই কথা বলিয়া কেন আমাদিগকে প্রবঞ্চনা করিলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 যিহোশূয় গিবিয়োনদের ডাকলেন। তিনি বললেন, “কেন তোমরা আমাদের কাছে মিথ্যা কথা বললে? আমাদের শিবিরের কাছেই তো তোমাদের দেশ। কিন্তু তোমরা বলেছিলে যে তোমরা দূর দেশ থেকে এসেছ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 আর যিহোশূয় তাদেরকে ডেকে বললেন, “তোমরা তো আমাদেরই মধ্যে বাস করছ; তবে আমরা তোমাদের থেকে অনেক দূরে থাকি, এই কথা বলে কেন আমাদের ঠকালে? অধ্যায় দেখুন |