যিহোশূয় 9:20 - বাংলা সমকালীন সংস্করণ20 আমরা তাদের প্রতি এরকম করব: আমরা তাদের বেঁচে থাকতে দেব, যেন তাদের কাছে করা শপথ ভাঙার জন্য আমাদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে না আসে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আমরা ওদের প্রতি এ-ই করবো, ওদের জীবিত রাখবো, নতুবা ওদের কাছে যে শপথ করেছি তার জন্য আমাদের উপর গজব উপস্থিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 আমরা ওদের জীবন রক্ষা করব কারণ তা না হলে ওদের কাছে আমরা যে শপথ করেছি তার জন্য আমাদের উপর প্রভুর ক্রোধ নেমে আসবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আমরা উহাদের প্রতি ইহাই করিব, উহাদিগকে জীবিত রাখিব, নতুবা উহাদের কাছে যে দিব্য করিয়াছি, তৎপ্রযুক্ত আমাদের প্রতি ক্রোধ উপস্থিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 আমাদের এইভাবে চলতে হবে। তাদের জীবিত থাকতে দিতেই হবে। আমরা তাদের আঘাত করতে পারি না; করলে, ঈশ্বর প্রতিশ্রুতি ভাঙার জন্য আমাদের ওপর ক্রুদ্ধ হবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 আমরা ওদের প্রতি এটাই করব, এদেরকে জীবিত রাখব, নাহলে এদের কাছে যে শপথ করেছি, তার জন্য আমাদের প্রতি ক্রোধ উপস্থিত হবে।” অধ্যায় দেখুন |