যিহোশূয় 4:4 - বাংলা সমকালীন সংস্করণ4 তাই যিহোশূয় যে বারোজনকে ইস্রায়েলীদের প্রত্যেক গোষ্ঠীর মধ্য থেকে এক একজন করে নিযুক্ত করলেন, তাদের একসাথে ডেকে নিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তাতে ইউসা বনি-ইসরাইলদের প্রত্যেক বংশ থেকে এক এক জন করে যে বারো জনকে বেছে নিয়েছিলেন তাদের ডাকলেন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 যিহোশূয় ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে বারো জনকে নিযুক্ত করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাহাতে যিহোশূয় ইস্রায়েল-সন্তানগণের প্রত্যেক বংশ হইতে এক এক জন করিয়া যে বারো জনকে নিরূপণ করিয়াছিলেন, তাহাদিগকে ডাকিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 সেই মত যিহোশূয় প্রতি পরিবারগোষ্ঠী থেকে একজন করে লোক বেছে নিলেন। তিনি সেই বারো জনকে এক সঙ্গে ডাকলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তাই যিহোশূয় ইস্রায়েল-সন্তানদের প্রত্যেক বংশ থেকে একজন করে যে বারো জনকে নির্বাচন করেছিলেন, তাদেরকে ডাকলেন; অধ্যায় দেখুন |