যিহোশূয় 4:24 - বাংলা সমকালীন সংস্করণ24 তিনি এরকম এই কারণে করলেন, যেন পৃথিবীর সমস্ত মানুষ জানতে পারে যে, সদাপ্রভুর হাত পরাক্রমশালী এবং তোমরা যেন সবসময়ই তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 যেন দুনিয়ার সমস্ত জাতি জানতে পায় যে, মাবুদের হাত শক্তিশালী এবং তারা যেন সব সময় তোমাদের আল্লাহ্ মাবুদকে ভয় করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 এর দ্বারা পৃথিবীর সর্বজাতি জানবে যে প্রভু পরমেশ্বরের হস্ত মহাপরাক্রমশালী এবং তোমরা চিরকাল তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভক্তি ও সম্ভ্রম করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 যেন পৃথিবীর সমস্ত জাতি জানিতে পায় যে, সদাপ্রভুর হস্ত বলবান, এবং তাহারা যেন সর্ব্বদা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 প্রভু এই কাজ করেছিলেন যাতে এই দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ জানতে পারে তিনি কতটা শক্তিমান। তাহলে এই দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ প্রভু, তোমাদের ঈশ্বরের মহাশক্তিকে চিরকাল ভয় করে চলবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 যেন পৃথিবীর সমস্ত জাতি জানতে পারে যে, সদাপ্রভুর হাত বলবান এবং তারা যেন সবদিন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে।” অধ্যায় দেখুন |