যিহোশূয় 24:26 - বাংলা সমকালীন সংস্করণ26 আর যিহোশূয় এসব বিষয় ঈশ্বরের বিধানপুস্তকে নথিভুক্ত করলেন। পরে তিনি এক বিশাল বড়ো পাথর নিয়ে, সদাপ্রভুর পবিত্রস্থানের কাছে একটি ওক গাছের নিচে রেখে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 তারপর ইউসা ঐ সমস্ত কথা আল্লাহ্র শরীয়ত গ্রন্থে লিখলেন এবং একখানি বড় পাথর নিয়ে মাবুদের পবিত্র স্থানের নিকটবর্তী এলা গাছের তলে স্থাপন করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 যিহোশূয় এই সমস্ত বিধি ঐশ্বরিক বিধান পুস্তকে লিপিবদ্ধ করলেন। তিনি প্রকাণ্ড একটি পাথর নিয়ে প্রভু পরমেশ্বরের পবিত্র পীঠস্থানের কাছে ওক গাছের নীচে স্থাপন করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 পরে যিহোশূয় ঐ সকল কথা ঈশ্বরের ব্যবস্থা গ্রন্থে লিখিলেন, এবং একখানি বৃহৎ প্রস্তর লইয়া সদাপ্রভুর ধর্ম্মধামের নিকটবর্ত্তী এলা বৃক্ষের তলে স্থাপন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 যিহোশূয় সে সব ঈশ্বরের বিধির পুস্তকে লিখে রাখলেন। তারপর যিহোশূয় একটা বিরাট পাথর দেখতে পেলেন। সেই পাথরটাই হচ্ছে চুক্তির সাক্ষ্য প্রমাণ। প্রভুর পবিত্র তাঁবুর কাছে ওক গাছের নীচে সেই পাথরটিকে তিনি স্থাপন করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 পরে যিহোশূয় ঐ সমস্ত কথা ঈশ্বরের ব্যবস্থাগ্রন্থে লিখলেন এবং একটি বড় পাথর নিয়ে সদাপ্রভুর পবিত্র-স্থানের কাছে এলা গাছের তলায় স্থাপন করলেন। অধ্যায় দেখুন |