যিহোশূয় 22:34 - বাংলা সমকালীন সংস্করণ34 আর রূবেণীয়েরা ও গাদীয়েরা সেই বেদির নাম দিল এদ, কারণ তারা বলল, “তাদের ও আমাদের মধ্যে এই বেদি সাক্ষী যে—সদাপ্রভুই ঈশ্বর।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 পরে রূবেণ-বংশ ও গাদ-বংশের লোকেরা সেই কোরবানগাহ্র নাম (এদ) রাখল, কেননা (তারা বললো), মাবুদই যে আল্লাহ্, এটা আমাদের মধ্যে তার সাক্ষী (এদ) হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 প্রভু পরমেশ্বরই ঈশ্বর—আর তারই সাক্ষী হচ্ছে এই বেদী—এই কথা বলে রূবেণ ও গাদ গোষ্ঠীর লোকেরা সেই বেদীর নাম রাখল এদ্ (সাক্ষী)। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 পরে রূবেণ-সন্তানগণ ও গাদ-সন্তানগণ সেই বেদির নাম [এদ] রাখিল, কেননা [তাহারা কহিল], সদাপ্রভুই যে ঈশ্বর, ইহা আমাদের মধ্যে তাহার সাক্ষী [এদ] ইহবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 রূবেণ এবং গাদের লোকরা বেদীটার একটা নাম দিল। যার অর্থ হল: “এই বেদী হচ্ছে আমাদের প্রভু ঈশ্বরের বিশ্বাসের প্রতীক।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 পরে রূবেণ-সন্তানেরা ও গাদ-সন্তানেরা সেই বেদির নাম [এদ] রাখল, কারণ [তারা বলল], “সদাপ্রভুই যে ঈশ্বর, তা আমাদের মধ্যে তাঁর সাক্ষী [এদ] হবে।” অধ্যায় দেখুন |