যিহোশূয় 21:41 - বাংলা সমকালীন সংস্করণ41 ইস্রায়েলীদের দখলীকৃত এলাকা থেকে লেবীয়দের জন্য নির্দিষ্ট চারণভূমিসহ নগরগুলির সংখ্যা মোট আটচল্লিশটি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 বনি-ইসরাইলদের অধিকারের মধ্যে চারণ-ভূমির সঙ্গে সবসুদ্ধ আটচল্লিশটি নগর লেবীয়দের হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 ইসরায়েলীদের অধিকৃত এলাকার মধ্যে সংলগ্ন চারণভূমিসহ সর্বশুদ্ধ আটচল্লিশটি নগর লেবীয়দের দন্য নির্দিষ্ট হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 ইস্রায়েল-সন্তানগণের অধিকারের মধ্যে পরিসরের সহিত সর্ব্বশুদ্ধ আটচল্লিশটী নগর লেবীয়দের হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 সুতরাং লেবীয় গোষ্ঠী পেয়েছিল মোট 48 টি শহর এবং প্রতিটি শহরের লাগোয়া পশুদের জন্য মাঠ। এইসব ছিল অন্যান্য পরিবারগোষ্ঠীর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী41 ইস্রায়েল-সন্তানদের অধিকারের মধ্যে পশুপালনের মাঠগুলির সঙ্গে মোট আট-চল্লিশটি নগর লেবীয়দের হল। অধ্যায় দেখুন |