যিহোশূয় 19:8 - বাংলা সমকালীন সংস্করণ8 এবং বালৎ-বের (অর্থাৎ নেগেভের রামা) পর্যন্ত এসব নগরের চারপাশের সমস্ত গ্রাম। এই ছিল গোত্র অনুযায়ী শিমিয়োন গোষ্ঠীর উত্তরাধিকার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর বালৎ-বের, (অর্থাৎ) দক্ষিণ দেশস্থ রামা পর্যন্ত ঐ নগরের চারদিকের সমস্ত গ্রাম। নিজ নিজ গোষ্ঠী অনুসারে শিমিয়োন-বংশের এই অধিকার। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 সেই সঙ্গে পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ বালাৎ-বের অর্থাৎ দক্ষিণাঞ্চলের রামাহ্ নগর। শিমিয়োন গোষ্ঠীর পরিবার সমূহের এই ছিল নির্দিষ্ট এলাকা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর বালৎ-বের, [অর্থাৎ] দক্ষিণ দেশস্থ রামা পর্য্যন্ত ঐ ঐ নগরের চারিদিকের সমস্ত গ্রাম। আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানগণের বংশের এই অধিকার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তাছাড়াও বালৎ-বের পর্যন্ত সমস্ত শহরের চতুর্দিকের মাঠ। তাহলে এই হচ্ছে শিমিয়োনের পরিবারগোষ্ঠীর এলাকা। প্রত্যেক পরিবারই জমি-জায়গা পেয়েছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 আর বালৎ-বের, [অর্থাৎ] দক্ষিণ দেশের রামা পর্যন্ত সেই সমস্ত নগরের চারিদিকের সমস্ত গ্রাম। নিজের নিজের গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানদের বংশের এই অধিকার। অধ্যায় দেখুন |