যিহোশূয় 19:41 - বাংলা সমকালীন সংস্করণ41 তাদের উত্তরাধিকারে অন্তর্ভুক্ত ছিল এসব নগর: সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 তাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41-46 এদের অধিকারভুক্ত এলাকার মধ্যে ছিল সরা, ইষ্টায়োল, ইর-শেমেশ, শালবীন, অয়ালোন, যিৎলা, এলোন, তিমনা, এক্রোন, এলতকী, গিব্বেথোন, বালাৎ, যেহুদ, বেনে-বারাক, গাৎ রিম্মোন, মেয়ার্কোন, রাক্কোন ও যাফোর সম্মুখবর্তী অঞ্চল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 তাহাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর্-শেমশ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 তাদের দেওয়া হয়েছিল এইসব জায়গা: সরা, ইষ্টায়োল, ঈর্-শেমশ, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী41 তাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ, অধ্যায় দেখুন |
অতএব দান গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের মধ্যে পাঁচজন মুখ্য লোককে সরা ও ইষ্টায়োল থেকে দেশ পর্যবেক্ষণ ও অনুসন্ধান করার জন্য পাঠাল। এই লোকেরা সমগ্র দান গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছিল। তারা তাদের বলল, “যাও, দেশটি অনুসন্ধান করো।” অতএব তারা ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে প্রবেশ করে মীখার বাড়িতে এল, এবং সেখানেই রাত কাটাল।