Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:2 - বাংলা সমকালীন সংস্করণ

2 এর অন্তর্ভুক্ত নগরগুলি হল: বের-শেবা (বা শেবা), মোলাদা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তাদের অধিকারের মধ্যে রইলো বের্‌-শেবা, (বা শেবা), মোলাদা,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তাদের অধিকারে ছিল: বের-শেবা, শেবা, মোলাদা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তাহাদের অধিকার হইল বের্‌-শেবা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তারা পেয়েছিল বের্-শেবা (শেবাও বলা যেতে পারে), মোলাদা,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তাদের অধিকার হল বের-শেবা, (বা শেবা)। মোলাদা,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:2
8 ক্রস রেফারেন্স  

হৎসর-শূয়াল, বের-শেবা, বিষিয়োথিয়া,


অতএব সেই স্থানটির নাম হল বের-শেবা, কারণ সেই দুজন লোক সেখানে এক শপথ নিয়েছিলেন।


পরদিন ভোরবেলায় অব্রাহাম কিছু খাবার ও এক মশক জল নিয়ে সেগুলি হাগারকে দিলেন। তিনি সেগুলি হাগারের কাঁধে চাপিয়ে দিয়ে তাকে সেই ছেলেটি সমেত বিদায় করে দিলেন। হাগার প্রস্থান করল এবং বের-শেবার মরুভূমিতে ইতস্তত ঘুরে ফিরে বেড়াচ্ছিল।


দ্বিতীয় গুটিকাপাতের দানটি উঠল নিজেদের গোত্র অনুসারে শিমিয়োন গোষ্ঠীর নামে। তাদের উত্তরাধিকার যিহূদা গোষ্ঠীর এলাকার মধ্যে ছিল।


হৎসর-শূয়াল, বালা, এৎসম,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন