Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 18:22 - বাংলা সমকালীন সংস্করণ

22 বেথ-অরাবা, সমারয়িম, বেথেল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 বৈৎ-অরাবা, সমারয়িম, বেথেল,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 যিরিহো, বেথ-হগ্‌লা, এমেক-কেশিশ, বেথ-আরাবা, সেমারায়িম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 এমক-কশিশ, বৈৎ-অরাবা, সমারয়িম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 বৈৎ‌-অরাবা, সমারয়িম, বৈথেল,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 বৈৎ-অরাবা, সমারয়িম, বৈথেল,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 18:22
10 ক্রস রেফারেন্স  

ইফ্রয়িমের পার্বত্য এলাকার সমারয়িমে দাঁড়িয়ে অবিয় বলে উঠেছিলেন, “হে যারবিয়াম ও ইস্রায়েলের সব লোকজন, তোমরা আমার কথা শোনো!


সেখান থেকে তা বেথ-অরাবার উত্তর দিকের ঢালের দিকে গেল এবং আরও নিচে অরাবায় নেমে গেল।


বেথ-হগ্লা পর্যন্ত উঠে গিয়ে বেথ-অরাবার উত্তর দিক ঘেঁসে রূবেণের সন্তান বোহনের পাথর পর্যন্ত পৌঁছাল।


অর্বদীয়, সমারীয় ও হমাতীয়দের বাবা। (পরবর্তীকালে কনানীয় বংশ ইতস্তত ছড়িয়ে পড়ল


গোষ্ঠী অনুসারে, বিন্যামীন বংশ এসব নগর লাভ করল: যিরীহো, বেথ-হগ্লা, এমক-কশিশ,


অব্বীম, পারা, অফ্রা,


সেখান থেকে তা লূসের (অর্থাৎ, বেথেলের) দক্ষিণ দিকের ঢাল অতিক্রম করল এবং নিম্নতর বেথ-হোরোণের দক্ষিণে অবস্থিত পাহাড়ি এলাকায় অটারোৎ-অদ্দরে নেমে গেল।


অর্বতীয় অবি-য়লবোন, বাহরূমীয় অস্‌মাবৎ,


বিন্যামীনের বংশধরেরা গেবা থেকে মিক্‌মসে, অয়াতে, বেথেলে ও তার উপনগরগুলিতে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন