Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:61 - বাংলা সমকালীন সংস্করণ

61 মরুপ্রান্তরে: বেথ-অরাবা, মিদ্দীন, সকাখা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

61 মরুভূমিতে বৈৎ-অরাবা, মিদ্দীন, সকাখা,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

61 প্রান্তরে বেথ-আরাবা, মিদ্দিন, সাকাখা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

61 প্রান্তরে বৈৎ-অরাবা, মিদ্দীন, সকাখা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

61 মরুভূমির শহরগুলোও যিহূদার বাসিন্দারা পেয়েছিল। সেগুলো হচ্ছে: বৈৎ‌-অরাবা, মিদ্দীন, সকাখা,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

61 প্রান্তরে বৈৎ-অরাবা, মিদ্দীন, সকাখা,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:61
7 ক্রস রেফারেন্স  

বেথ-হগ্লা পর্যন্ত উঠে গিয়ে বেথ-অরাবার উত্তর দিক ঘেঁসে রূবেণের সন্তান বোহনের পাথর পর্যন্ত পৌঁছাল।


সেখান থেকে তা বেথ-অরাবার উত্তর দিকের ঢালের দিকে গেল এবং আরও নিচে অরাবায় নেমে গেল।


ওইসব দিনগুলিতে বাপ্তিষ্মদাতা যোহন, যিহূদিয়ার মরুপ্রান্তরে উপস্থিত হয়ে প্রচার করতে লাগলেন,


যিহোশূয় ও সমগ্র ইস্রায়েল তাদের সামনে থেকে স্বেচ্ছায় পিছু হটলেন, এবং তাঁরা মরুভূমির দিকে পালিয়ে গেলেন।


কিরিয়ৎ-বাল (অর্থাৎ, কিরিয়ৎ-যিয়ারীম) ও রব্বা—দুটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।


নিব্‌শন, লবণ-নগর ও ঐন-গদী—ছয়টি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।


অতএব যিহোয়াদার ছেলে বনায় গিয়ে যোয়াবকে আঘাত করে তাঁকে হত্যা করলেন, এবং তাঁকে গ্রামাঞ্চলে তাঁর ঘরের উঠোনে কবর দেওয়া হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন