Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:51 - বাংলা সমকালীন সংস্করণ

51 গোশন, হোলোন ও গীলো—এগারোটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

51 গোশন, হোলোন ও গীলো; স্ব স্ব গামের সঙ্গে এগারটি নগর।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

51 হোলোন ও গিলো। পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ মোট এগারোটি নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

51 হোলোন ও গীলো; স্ব স্ব গ্রামের সহিত এগারটী নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

51 গোশন, হোলোন এবং গীলো। মোট 11টি শহর ও তাদের চারিদিকের মাঠঘাট।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

51 গোশন, হোলোন ও গীলো; তাদের গ্রামের সঙ্গে এগারটি নগর।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:51
6 ক্রস রেফারেন্স  

অতএব যিহোশূয় সমগ্র এই দেশ: পার্বত্য প্রদেশ, সমগ্র নেগেভ, গোশনের সম্পূর্ণ অঞ্চল, পশ্চিমী পাহাড়ের পাদদেশগুলি, অরাবা এবং ইস্রায়েলের পর্বতগুলি ও সেগুলির পাদদেশগুলি,


কাদেশ-বর্ণেয় থেকে গাজা পর্যন্ত এবং গোশনের সমগ্র অঞ্চল থেকে গিবিয়োন পর্যন্ত, যিহোশূয় তাদের পদানত করলেন।


অবশালোম বলি উৎসর্গ করার সময় দাউদের পরামর্শদাতা গীলোনীয় অহীথোফলকে তাঁর নিজের নগর গীলো থেকে ডেকে এনেছিল। আর তাই ষড়যন্ত্রটি বেশ জোরালো হল, ও অবশালোমের অনুগামীদের সংখ্যা দিনের পর দিন বাড়তে শুরু করল।


অনাব, ইষ্টিমোয়, আনীম,


অরাব, দূমা, ইশিয়ন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন