যিহোশূয় 14:14 - বাংলা সমকালীন সংস্করণ14 তাই তখন থেকেই হিব্রোণ কনিষীয় যিফূন্নির ছেলে কালেবের অধিকারভুক্ত হয়ে আছে, কারণ তিনি সর্বান্তঃকরণে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অনুগামী হয়েছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 এজন্য আজ পর্যন্ত হেবরনে কনিসীয় যিফুন্নির পুত্র কালেবের অধিকার রয়েছে; কেননা তিনি সমপূর্ণভাবে ইসরাইলের আল্লাহ্ মাবুদের অনুগামী ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 এই জন্যই হিব্রোণ আজও কনিষীয় যিফুন্নির পুত্র কালেবের অধিকারে রয়েছে, কেননা তিনি ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের একান্ত অনুগত ছিলেন। অতীতে হিব্রোণের নাম ছিল কিরিয়াত-অরবা। অরবা ছিল অনাকীদের সর্বশ্রেষ্ঠ নেতা। এর পরে দেশে শান্তি স্থাপিত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 এই জন্য অদ্য পর্য্যন্ত হিব্রোণে কনিসীয় যিফুন্নীর পুত্র কালেবের অধিকার রহিয়াছে; কেননা তিনি সম্পূর্ণরূপে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অনুগামী ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 সেই শহরে আজও কনিস বংশীয় যিফূন্নির পুত্র কালেবের পরিবারের লোকরা বাস করছে। সেই শহর আজও তার বংশধরদের জন্য থেকে গেছে, কারণ সে ইস্রায়েলের প্রভু ঈশ্বরকে বিশ্বাস করত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 এই জন্য আজ পর্যন্ত হিব্রোণ কনিসীয় যিফুন্নির পুত্র কালেবের অধিকার রয়েছে; কারণ তিনি পুরোপুরিভাবে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অনুগামী ছিলেন। অধ্যায় দেখুন |