Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:16 - বাংলা সমকালীন সংস্করণ

16 মক্কেদার রাজা একজন বেথেলের রাজা একজন

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 মক্কেদার এক জন বাদশাহ্‌, বেথেলের এক জন বাদশাহ্‌,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 মাক্কেদার রাজা, বেথেলের রাজা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 বৈথেলের এক রাজা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 মক্কেদার রাজা বৈথেলের রাজা

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 মক্কেদার এক রাজা, বৈথেলের এক রাজা,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:16
7 ক্রস রেফারেন্স  

সেদিন যিহোশূয় মক্কেদা দখল করলেন। তিনি সেই নগরের ও সেখানকার রাজার উপর তরোয়াল চালালেন ও সেটির মধ্যে বসবাসকারী প্রত্যেককে সম্পূর্ণরূপে ধ্বংস করলেন। তিনি কাউকেই প্রাণে বাঁচতে দিলেন না। আর যিরীহোর রাজার প্রতি তিনি যেমন করেছিলেন, মক্কেদার রাজার প্রতিও তিনি তেমনই করলেন।


এবার যোষেফ গোষ্ঠীভুক্ত লোকেরা বেথেল আক্রমণ করল, এবং সদাপ্রভু তাদের সহবর্তী ছিলেন।


অয় বা বেথেলে এমন একজন লোকও অবশিষ্ট ছিল না যে ইস্রায়েলের পশ্চাদ্ধাবন করেনি। তারা নগর উন্মুক্ত রেখে ইস্রায়েলের পশ্চাদ্ধাবন করল।


তিনি সেই স্থানটির নাম বেথেল রাখলেন, যদিও সেই নগরটিকে আগে লূস নামে ডাকা হত।


সেখান থেকে তিনি বেথেলের পূর্বদিকে অবস্থিত পাহাড়ের দিকে চলে গেলেন এবং বেথেলকে পশ্চিমদিকে ও অয়কে পূর্বদিকে রেখে তিনি তাঁর তাঁবু খাটালেন। সেখানে তিনি সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন এবং সদাপ্রভুর আরাধনা করলেন।


লিব্‌নার রাজা একজন অদুল্লমের রাজা একজন


তপূহের রাজা একজন হেফরের রাজা একজন


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন