যিহোশূয় 12:13 - বাংলা সমকালীন সংস্করণ13 দবীরের রাজা একজন গেদরের রাজা একজন অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 দবীরের এক জন বাদশাহ্, গেদরের এক জন বাদশাহ্, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 দবীরের রাজা, গেদেরের রাজা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 গেদরের এক রাজা, হর্মার এক রাজা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 দবীরের রাজা গেদরের রাজা অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 দবীরের এক রাজা, গেদরের এক রাজা, অধ্যায় দেখুন |
তাঁরা নগরটির রাজা ও গ্রামগুলি সমেত সেটি দখল করে নিলেন এবং তাদের উপরে তরোয়াল চালিয়ে দিলেন। সেখানে বসবাসকারী প্রত্যেককে তাঁরা সম্পূর্ণরূপে ধ্বংস করলেন। কাউকেই তাঁরা প্রাণে বাঁচতে দিলেন না। লিব্না ও সেখানকার রাজার এবং হিব্রোণের প্রতি তাঁরা যেমন করেছিলেন, দবীর ও সেখানকার রাজার প্রতিও তাঁরা তেমনই করলেন।