যিহিষ্কেল 6:10 - বাংলা সমকালীন সংস্করণ10 আর তারা জানতে পারবে যে আমিই সদাপ্রভু; তাদের উপর এই বিপদ আনতে আমি অনর্থক বলিনি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আর তারা জানবে যে, আমিই মাবুদ; আমি তাদের প্রতি এই অমঙ্গল ঘটাবার কথা বৃথা বলি নি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 এতে তারা বুঝবে যে আমি স্বয়ং প্রভু পরমেশ্বর! আমার সাবধান বাণী অন্তঃসারশূন্য নিছক হুমকি মাত্র নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আর তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু; আমি তাহাদের প্রতি এই অমঙ্গল ঘটাইবার কথা বৃথা কহি নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 কিন্তু তারা জানবে যে আমিই প্রভু। তারা এও জানবে যে যদি আমি বলি কিছু করব তবে তা করেই থাকি। তারা জানবে তাদের প্রতি যেসব অমঙ্গল ঘটেছে তার সব আমিই ঘটিয়ে ছিলাম।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 তাতে তারা জানবে যে আমি সদাপ্রভু। এটা একটা কারণ ছিল যা আমি বলেছি আমি তাদের কাছে এই মন্দ বিষয় আনব। অধ্যায় দেখুন |