যিহিষ্কেল 44:6 - বাংলা সমকালীন সংস্করণ6 বিদ্রোহী ইস্রায়েল কুলকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েল কুল! তোমাদের ঘৃণ্য কাজ যথেষ্ট হয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর সেই বিদ্রোহী দলকে, ইসরাইল-কুলকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে ইসরাইল-কুল, তোমাদের সকল জঘন্য কাজ যথেষ্ট হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 ঐ অবাধ্য ইসরায়েলী প্রজাদের বল যে, আমি, সর্বাধিপতি প্রভু আর ঐ জঘন্য কদাচার সহ্য করব না যা এখনও তারা করে চলেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর সেই বিদ্রোহীদলকে, ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে ইস্রায়েল-কুল, তোমাদের সকল জঘন্য ক্রিয়া যথেষ্ট হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তারপর ইস্রায়েলের সমস্ত অবাধ্য এবং আমার বিধি অবজ্ঞাকারী লোকদের এই বার্তা বল। তাদের বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: হে ইস্রায়েল পরিবার, তোমরা পূর্বে যে সমস্ত নোংরা জিনিষ করেছো সেগুলি তোমাদের বন্ধ করতে হবে! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 তারপর সেই বিদ্রোহী ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, ইস্রায়েল-কুল, তোমাদের সব জঘন্য কাজ যথেষ্ট হয়েছে। অধ্যায় দেখুন |