যিহিষ্কেল 41:14 - বাংলা সমকালীন সংস্করণ14 পূর্বদিকে মন্দিরের উঠান থেকে মন্দিরের সামনে পর্যন্ত চওড়া ছিল একশো হাত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর পূর্ব দিকে এবাদখানা ও খোলা স্থানের অগ্রদেশ একশত হাত চওড়া ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 মন্দিরের সামনে দুদিকের উঠোনশুদ্ধ জায়গাটির মাপও একশো হাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর পূর্ব্বদিকে গৃহের ও ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রদেশ এক শত হস্ত প্রস্থ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 মন্দিরের সামনে পূর্ব দিকের সীমাবদ্ধ জায়গাটি লম্বায় 100 হাত ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 পূর্বদিকে উঠনের সামনেটা চওড়া পবিত্র জায়গাটা একশো হাত চওড়া ছিল। অধ্যায় দেখুন |