যিহিষ্কেল 40:40 - বাংলা সমকালীন সংস্করণ40 দ্বারের বারান্দার বাইরের দেয়ালের পাশে, উত্তরমুখী দ্বারের ঢুকবার পথের সিঁড়ির কাছে দুটি টেবিল এবং সিঁড়ির অন্য পাশে দুটি টেবিল ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 আর দ্বারের পাশে বাইরে উত্তরদ্বারের প্রবেশস্থানে সিঁড়ির কাছে দু’টি টেবিল ছিল, আবার দ্বারের বারান্দার পার্শ্ববর্তী অন্য পাশে দু’টি টেবিল ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 ঘরের বাইরে ঐ রকমই আরো চারটি টেবিল উত্তর দেউড়িতে প্রবেশ পথের দুদিকে দুটো করে রাখা আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 আর [দ্বারের] বগলে বাহিরে উত্তরদ্বারের প্রবেশস্থানে আরোহণীর কাছে দুই মেজ ছিল, আবার দ্বারের বারাণ্ডার পার্শ্ববর্ত্তী অন্য বগলে দুই মেজ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 এই বারান্দার বাইরে দরজার প্রতি পাশে দুটি করে টেবিল ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী40 আর দরজার পাশে বাইরে উত্তরদ্বারের ওঠার জায়গায় দুই মেজ ছিল, আবার দরজার বারান্দার অন্য দিকে দুটি মেজ ছিল। অধ্যায় দেখুন |