যিহিষ্কেল 4:4 - বাংলা সমকালীন সংস্করণ4 “তারপর তুমি বাঁ পাশ ফিরে শোবে এবং ইস্রায়েলের পাপের শাস্তি তোমার নিজের উপরে নেবে। যে কয়দিন তুমি পাশ ফিরে শুয়ে থাকবে সেই কয়দিন তাদের শাস্তি তুমি বহন করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 পরে তুমি বাম পাশে শয়ন করে ইসরাইল-কুলের অপরাধ তার উপরে রাখ; যতদিন তুমি তাতে শয়ন করবে, ততদিন তাদের অপরাধ বহন করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4-5 এবার বাঁ দিকে কাত হয়ে শোও। আমি তোমার উপর ইসরায়েল জাতির অপরাধ বর্তাব। 390 দিন তুমি সেইভাবেই থাকবে এবং তাদের অপরাধের এক একটি বছরের জন্য এক একটি দিন দণ্ডভোগ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 পরে তুমি বাম পার্শ্বে শয়ন করিয়া ইস্রায়েল-কুলের অপরাধ তাহার উপরে রাখ; যতদিন তুমি তাহাতে শয়ন করিবে, ততদিন তাহাদের অপরাধ বহন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “তারপর বাম পাশ ফিরে শুয়ে পড়। তুমি এমন আচরণ করবে যাতে দেখাবে যে ইস্রায়েলের পাপ তোমার ঘাড়ে। সেই দোষ তুমি তত দিন ধরেই বইবে যত দিন বাম পাশ ফিরে শুয়ে থাকবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তারপর তুমি বাঁদিকে শোবে এবং ইস্রায়েল কুলের পাপ তোমার নিজের ওপরে রাখ; তুমি তাদের পাপ কিছু দিনের র জন্য বহন করবে এবং তুমি ইস্রায়েল কুলের বিরদ্ধে থাকবে। অধ্যায় দেখুন |