যিহিষ্কেল 36:35 - বাংলা সমকালীন সংস্করণ35 তারা বলবে, “এই দেশটা আগে ধ্বংস হয়ে পড়েছিল সেটি এখন এদন উদ্যানের মতো হয়েছে; নগরগুলি ধ্বংস অবস্থায় পড়েছিল, জনশূন্য ও ভাঙাচোরা হয়েছিল, এখন সেগুলি প্রাচীরে ঘেরা ও লোকেরা সেখানে বাস করছে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 আর লোকে বলবে, এই ধ্বংসিত দেশ আদন বাগানের মত হল এবং উচ্ছিন্ন, ধ্বংসিত ও উৎপাটিত নগরগুলো প্রাচীরবেষ্টিত ও বসতিস্থান হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 যে দেখবে সে-ই বলবে, একদিন যে জায়গা ধূ ধূ করত, আজ সেখানে উদ্যানের মনোরম শোভা বিরাজ করছে। যে সমস্ত নগর-জনপদ ভেঙ্গে-চূরে তছনছ হয়ে গিয়েছিল, লুন্ঠিত ও বিধ্বস্ত হয়ে গিয়েছিল, এখন সেগুলিতে আবার জনবসতি হড়ে উঠেছে এবং সেগুলি হয়েছে সুরক্ষিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 আর লোকে বলিবে, এই ধ্বংসিত দেশ এদন উদ্যানের তুল্য হইল, এবং উচ্ছিন্ন, ধ্বংসিত ও উৎপাটিত নগর সকল প্রাচীরবেষ্টিত ও বসতিস্থান হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 তারা বলবে, ‘অতীতে এই দেশ ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু এখন তা এদোন উদ্যানের মত। শহরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। সেগুলো ধ্বংসস্থান ও শূন্য হয়ে গিয়েছিল কিন্তু এখন তা সুরক্ষিত এবং লোকে সেখানে বাস করছে।’” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 তখন তারা বলবে, “এই দেশ ধ্বংসিত, কিন্তু এদোন বাগানের মত হল; উচ্ছিন্ন, ধ্বংসিত ও উত্পাটিত শহর সব পাঁচিলে ও বসবাসের জায়গা হল।” অধ্যায় দেখুন |