যিহিষ্কেল 36:13 - বাংলা সমকালীন সংস্করণ13 “ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যেহেতু কিছু লোক তোমাদের বলে, “তুমি মানুষকে গ্রাস করো এবং নিজের জাতিকে সন্তানহারা করো,” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তারা তোমাকে মানুষ গ্রাসকারী ও নিজের জাতির সন্তাননাশক বলে; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 আমি সর্বাধিপতি প্রভু বলছি, একথা সত্য যে লোকে একদিন এ দেশকে রাক্ষসী বলে অভিহিত করত, বলত, সে নিজের জাতিকে নিঃসন্তান করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তাহারা তোমাকে মনুষ্যগ্রাসক ও নিজ জাতির সন্তাননাশক বলে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “হে ইস্রায়েল দেশ, লোকে তোমার সম্বন্ধে মন্দ কথা বলে। তারা বলে তুমি তোমার প্রজাদের ধ্বংস করেছিলে। তারা বলে তুমি তোমার প্রজাদের সন্তানদের তাদের কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিলে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “তারা তোমাকে মানুষ গ্রাসক ও নিজ জাতির সন্তান-নাশক বলে;” অধ্যায় দেখুন |