যিহিষ্কেল 32:5 - বাংলা সমকালীন সংস্করণ5 আমি পাহাড়ের উপরে তোমার মাংস ফেলব আর তোমার অবশিষ্টাংশ দিয়ে উপত্যকা সকল ভরাব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আমি পর্বতমালার উপরে তোমার গোশ্ত ফেলবো ও তোমার দীর্ঘ শবে উপত্যকাগুলো পূর্ণ করবো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তোমার গলিত শবে আমি পূর্ণ করব পর্বত-উপত্যকা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আমি পর্ব্বতগণের উপরে তোমার মাংস ফেলিব, ও তোমার দীর্ঘ শবে উপত্যকা সকল পূর্ণ করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 আমি তোমার দেহ পর্বতের উপরে ছড়িয়ে দেব। উপত্যকাগুলি আমি তোমার মৃতদেহে পূর্ণ করে দেব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 আমি পর্বতের ওপরে তোমার মাংস ফেলব এবং আমি উপ্যতকা সকল পূর্ন করব তোমার পোকা ভর্তি মৃতদেহ দিয়ে। অধ্যায় দেখুন |