যিহিষ্কেল 24:9 - বাংলা সমকালীন সংস্করণ9 “ ‘অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘ধিক্ সেই রক্তপাতকারী নগরকে! আমিও কাঠ জড়ো করে উঁচু করব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, ধিক্ সেই রক্তপূর্ণা পুরীকে! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 সর্বাধিপতি প্রভু বলেন, নরঘাতকের এই নগরীর বিনাশ আসন্ন। আমি নিজের হাতে জ্বালানী কাঠ এনে সাজাব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ধিক্ সেই রক্তপূর্ণা পুরীকে! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 “‘তাই প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: হত্যাকারীদের শহরের পক্ষে এ হবে অমঙ্গলজনক! আমি আগুনের জন্য প্রচুর কাঠ জড়ো করব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তাই প্রভু সদাপ্রভু এ কথা বলেন, ধিক্ সেই রক্তে পূর্ণ শহরকে। আমি কাঠের স্তুপকে বাড়াবো। অধ্যায় দেখুন |