যিহিষ্কেল 24:5 - বাংলা সমকালীন সংস্করণ5 পাল থেকে সেরা ভেড়াটা নাও। হাড়গুলির জন্য হাঁড়ির নিচে কাঠ সাজাও; তা ভালোভাবে ফুটিয়ে নিয়ে হাড়গুলি তাতে রান্না করো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 পালের মধ্যে যে ভেড়া উৎকৃষ্ট তা গ্রহণ কর এবং হাঁড়ির নিচে অস্থি সাজাও, তা সুসিদ্ধ কর এবং তার মধ্যে অস্থি সকলও রান্না করা হোক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 মাংসের জন্য ভেড়াটা সবচেয়ে ভাল হওয়া চাই। উনুনে অনেক কাঠ দিয়ে জ্বাল দাও। ফুটতে দাও জল, সিদ্ধ হতে দাও হাড় আর মাংস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 পালের মধ্যে যে মেষ উৎকৃষ্ট তাহা গ্রহণ কর, এবং হাঁড়ীর নীচে অস্থি সাজাও, তাহা সুসিদ্ধ কর, এবং তাহার মধ্যে অস্থি সকলও পাক হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 পালের সেরা পশুগুলো নাও। হাঁড়ির নীচে কাঠগুলো জড়ো কর। মাংস সেদ্ধ কর, এমন ভাবে সেদ্ধ কর যেন হাড়গুলোও পরিপক্ক হয়! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 পালের মধ্যে থেকে সবচেয়ে ভালো মেষ নাও এবং তার নিচে হাড় দিয়ে গাদা কর, সম্পূর্ণভাবে সেদ্ধ কর। অধ্যায় দেখুন |