যিহিষ্কেল 23:33 - বাংলা সমকালীন সংস্করণ33 তুমি মাতলামিতে ও দুঃখে পূর্ণ হবে, ধ্বংসের ও নির্জনতার পানপাত্র, তোমার বোন শমরিয়ার পানপাত্র। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 তুমি মাতলামী ও খেদে, বিস্ময়ের ও ধ্বংসের পাত্রে, তোমার বোন সামেরিয়ার পাত্রে পরিপূর্ণা হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 দুর্দশায় জর্জরিত হবে, মাতাল হবে তুমি তোমার বোন শমরিয়ার পেয়ালা সন্ত্রাস আর সর্বনাশের পেয়ালা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 তুমি পরিপূর্ণা হইবে মত্ততায় ও খেদে, বিস্ময়ের ও ধ্বংসের পাত্রে, তোমার ভগিনী শমরিয়ার পাত্রে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 তুমি একজন মাতাল লোকের মত টলবে। তোমার শরীর মুর্ছিত হয়ে পড়বে। ঐ পেয়ালা ধ্বংসের ও উচ্ছেদের জন্য। তোমার বোন শমরিয়া যাতে পান করেছিল এটা তারই মত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 তুমি পরিপূর্ণা হবে মত্ততায় ও দুঃখে ভয়ের ও ধ্বংসের পাত্রে! তোমার বোন শমরিয়ার পাত্রে। অধ্যায় দেখুন |