যিহিষ্কেল 23:30 - বাংলা সমকালীন সংস্করণ30 এই সমস্ত তোমার উপরে পড়েছে, কারণ জাতিগণের সঙ্গে ব্যভিচার করেছ এবং তাদের প্রতিমাগুলি দিয়ে নিজেকে অশুচি করেছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 তুমি জাতিদের পিছনে চলে জেনা করেছ, তাদের মূর্তিগুলো দ্বারা নাপাক হয়েছ, এজন্য এসব তোমার প্রতি করা যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 তোমার কাম-লালসা ও বারাঙ্গনা বৃত্তিই তোমার জীবনে ডেকে এনেছে এই অভিশাপ। সমস্ত জাতির লোকদের মনোরঞ্জনের জন্য তুমি এই বৃত্তি গ্রহণ করেছিলে এবং তাদের অলীক মূর্তির সংস্পর্শে গিয়ে তুমি নিজেকে অশুচি করেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 তুমি জাতিগণের অনুগমনে ব্যভিচার করিয়াছ, তাহাদের পুত্তলিগণ দ্বারা অশুচি হইয়াছ, এই নিমিত্ত এ সকল তোমার প্রতি করা যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 আমায় ত্যাগ করে অন্য জাতির পেছনে পেছনে ছুটে যাবার সময় তুমি ঐসব মন্দ কাজ করতে। তাদের নোংরা মূর্ত্তি পূজো করতে আরম্ভ করার পরেই তুমি ঐসব বাজে কাজ করলে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 তুমি জাতিদের অনুগমনে ব্যভিচার করেছ, তাদের মূর্তিদের দ্বারা অশুচি হয়েছ, এই জন্য এ সব তোমার প্রতি করা যাবে। অধ্যায় দেখুন |