যিহিষ্কেল 23:23 - বাংলা সমকালীন সংস্করণ23 তারা হল ব্যাবিলীয়রা এবং কলদীয়েরা, পকোদ, শোয়া ও কোয়ার লোকেরা, এবং সমস্ত আসিরীয়রা, সুন্দর যুবকেরা, সকলেই শাসনকর্তা ও সেনাপতি, রথের কর্মচারী, উঁচু পদের লোক এবং ঘোড়াসওয়ার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 ব্যাবিলনীয়েরা এবং কল্দীয়েরা সকলে, পকোদ, শোয়া ও কোয়া এবং তাদের সঙ্গে সমস্ত আসেরিয়দের আনা হবে; তারা সকলে মনোহর যুবক, শাসনকর্তা, সেনাপতি, উচ্চপদস্থ লোক, সকলে যোদ্ধা ও ঘোড়সওয়ার। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 সমস্ত ব্যাবিলনীয় এবং কলদীয়দের, পেকোড, শোয়া এবং কোয়া উপজাতির সমস্ত লোককে এবং আসিরীয়দের সকলকে আমি জড়ো করব। সুপুরুষ অভিজাত ও উচ্চপদস্থ যুবকদের এবং পদস্থ রাজকর্মচারী ও অশ্বারোহী রাজপুরুষদের আমি জড়ো করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 বাবিল-সন্তানেরা এবং কল্দীয়েরা সকলে, পকোদ, শোয়া ও কোয়া এবং তাহাদের সঙ্গে সমস্ত অশূর-সন্তান আনীত হইবে; তাহারা সকলে মনোহর যুবক, দেশাধ্যক্ষ ও শাসনকর্ত্তা, সেনানী ও সমাহূত লোক, সকলে অশ্বারোহী যোদ্ধা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 আমি ঐ সমস্ত পুরুষদের বাবিল থেকে আনব, বিশেষ করে সেই কল্দীয়দের। আমি পেকোদ, শোয়া এবং কোয়া থেকেও লোকদের আনব। আর অশূরীয় থেকেও লোকদের অর্থাৎ সেই নেতাদের ও আধিকারিকদের আনব। অশ্বারোহী আধিকারিকরা ও বাছাই করা অশ্বারোহী সৈন্যরা সবাই ছিল তোমার আকাঙ্খিত যুবক। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 বাবিল-সন্তানেরা এবং কলদীয়েরা সবাই, পকোদ, শোয়া ও কোয়া এবং তাদের সঙ্গে সমস্ত অশূর-সন্তান আনা হবে; তারা সবাই শক্তিশালী, সুদর্শন লোক! দেশাধ্যক্ষ ও শাসনকর্ত্তা, খ্যাতিসম্পন্ন লোক তারা সবাই অশ্বারোহী। অধ্যায় দেখুন |